স্লোগানে ইতিহাসের শাঁস : আজফার হোসেনের রিভিউ

স্লোগানে স্লোগানে রাজনীতি

পশ্চিমা নন্দনতত্ত্বের একটি বিশেষ ধারার গোলামি করতে গিয়ে আজও একদল তথাকথিত রুচিশীল ‘শিল্পবোদ্ধা’ স্লোগানকে ভাষার গায়ে দুর্গন্ধ-ছড়ানো ময়লা হিসেবে বিবেচনা করে। এদেরকে উদ্দেশ করেই একবার লড়াকু ফিলিপাইনি কবি হোসে মারিয়া সিসন্ বলেছিলেন, ‘হে নাক-সিটকানো পাতি-বুর্জোয়া শিল্প-খরিদ্দার!/ তবে স্লোগানই হোক এ সময়ের ভাষা/জনগণের আদিম চিৎকার/ সবচেয়ে রক্তলাল কবিতার মোক্ষম অস্ত্র!’ স্লোগানকে কেবল স্লোগান বলে উড়িয়ে দেওয়ার […]