সংঘাত নয়, সৌহার্দ্যই সংকট সমাধানের চাবিকাঠি

একুশে ফেব্রুয়ারি সকালের সংবাদপত্রে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি খবরের পাশে লাল হরফে বড় করে ছাপা আরেকটি খবর_ ‘রক্তাক্ত বাঘাইছড়ি’। বাঙালি বনাম পাহাড়ি সংঘর্ষের এ খবরটি মুহূর্তেই যেন শহীদ দিবসের স্মৃতিকে ম্লান করে দিল। ওইদিনেরই পত্রিকার আরেক খবর_ জাতীয় সংসদের স্পিকার ক্ষুদ্র জাতিসত্তার ভাষার স্বীকৃতির কথা বলেছেন।অন্যদিকে বাঘাইছড়িতে তখন পাহাড়ি নরনারী শোকে-ভয়ে-আতঙ্কে দিশেহারা। লজ্জায় মাথা হেঁট হয়ে […]