সমাজ রূপান্তরের অভিযাত্রী

আবু সাঈদ খান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ৮২-তে পা রাখলেন। ভাবছি, তার কোন পরিচয়টি বড়- শিক্ষক, লেখক, না সমাজ চিন্তক? এ নিয়ে আগেও ভেবেছি। তবে এই তিনের মাঝে বিভাজন করতে পারিনি। এটি করা যায় না। এই ত্রিধারা একরেখায় মিলে একজন আলোকিত মানুষ, তিনি সিরাজুল ইসলাম চৌধুরী। ১৯৫৭ থেকে ২০০১ সাল পর্যন্ত অর্থাৎ ৪৪ বছর ঢাকা […]