সমঝোতাই সময়ের দাবি

আবু সাঈদ খান

আবু সাঈদ খান : রাজনীতিতে চরম ও নরম দুই পন্থাই আছে। তবে নরমপন্থিদেরও চরমপন্থা এবং চরমপন্থিদেরও নরমপন্থা গ্রহণের দৃষ্টান্ত কম নয়। আসলে কোনো পথ আঁকড়ে থাকা নয়, প্রয়োজনে কৌশলের পরিবর্তন করতে হয়; সেটিই রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচায়ক। বাংলাদেশের রাজনীতি কোন পন্থায় হাঁটছে তা পর্যালোচনার আগে পেছনে তাকাতে চাই। রাজনীতির ইতিহাসে চরম ও নরমের দ্বন্দ্ব বহুল আলোচিত। […]