সরকারের চার বছর || জনগণের চোখে নিজেকে দেখুন

সরকার যত চক্ষুষ্মান হোক না কেন, নিজেকে পুরোপুরি দেখতে পায় না। ক্ষমতায় থাকলে চক্ষুষ্মানও একচোখা হয়ে যায়। তখন নিজের ভুলত্রুটি আর চোখে পড়ে না। তাই গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের চোখে দেখার সংস্কৃতিই সর্বোত্তম পন্থা। গণতান্ত্রিক চর্চার প্রক্রিয়ায় সভা, সেমিনার, গণমাধ্যমের অভিমতের পাশাপাশি জনমত জরিপ আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন। জরিপের মাধ্যমে চকিতে জনমতের সঙ্গে সরকারের বিভিন্ন পদক্ষেপ যেভাবে […]