এরশাদ, জোট ও ভোট

আবু সাঈদ খান

আবু সাঈদ খান : এখনকার তরুণদের জানার কথা নয়। যারা আশির দশকে বা তার আগে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তাদের নিশ্চয়ই মনে আছে- ছাত্র সংসদ নির্বাচনকালে হরেক রকমের স্লোগান ধ্বনিত-প্রতিধ্বনিত হতো। রাজনৈতিক কড়া কড়া স্লোগানের ফাঁকে ফাঁকে হালকা মেজাজের ধ্বনি দেওয়া হতো। এসবের একটি হচ্ছে- খবর আছে নাকিরে?/আছে আছে/কোন সে খবর?/’তনু-মনু’ পরিষদ, ‘তনু মনু’ পরিষদ। বর্তমান রাজনীতির […]