উল্টা হাওয়ায় এক সাইকেল আরোহী

আবু সাঈদ খান : নির্বাচনে যারা হেরে যান, তারা আর আলোচনায় থাকেন না। তবে ব্যতিক্রম যুক্তরাজ্যের জেরেমি করবিন। তার দল লেবার পার্টি নির্বাচনে হারলেও তাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। পরাজয়ের মাঝেও লেবার পার্টির স্বস্তি_ ২০১৫ সালের নির্বাচনের চেয়ে এবার দলটি ৩২টি আসন বেশি পেয়েছে। এই বিজয়ের পেছনে করবিন। যিনি লেবার পার্টিকে নতুন চেতনায় উদ্দীপ্ত করেছেন। […]