‘জাপান দর্শন’ বইটি ভ্রমণ কাহিনী হলেও এর মধ্যে ফুটে উঠেছে জাপানি সমাজ-সংস্কৃতি ও ইতিহাসের বিচিত্র উপকরণ। লেখক যেহেতু ব্যক্তিগত জীবনে রাজনীতির সঙ্গে দীর্ঘকাল ধরে সংশ্লিষ্ট ছিলেন, সে কারণে তার সব রচনাতেই সমাজ ও রাজনীতি চলে আসে। এ কারণেই বইটি আর দশটি ভ্রমণ কাহিনী থেকে আলাদা। এই ভ্রমণে একজন সাংবাদিক পর্যটকের দেখা সাম্প্রতিক জাপানের বাহ্যিক চিত্রই শুধু ফুটে ওঠেনি, একইসঙ্গে সেখানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জীবনযাত্রা-সংস্কৃতিচর্চার দিকগুলোও ফুটে উঠেছে। বিশেষভাবে উল্লেখ্য, আবু সাঈদ খান রবীন্দ্রনাথের ‘জাপান যাত্রী’ থেকে শুরু করে জাপান বিষয়ক বহু গ্রন্থ পাঠের অভিজ্ঞতাও ব্যবহার করেছেন এই ভ্রনণকাহিনীতে। ফলে জাপানের অতীত-বর্তমানের একটি সেতুবন্ধও খুঁজে পাবেন আগ্রহী পাঠক। বিশেষ করে জাপানের সাম্প্রতিক সমাজ-সংস্কৃতি-অর্থনীতির যে চিত্র তিনি তুলে ধরেছেন, তার সঙ্গে অতীতের ইতিহাস আসায় পাঠককে জাপান ভ্রমণের যে আনন্দ, তার পাশাপাশি দেবে এক চমৎকার তথ্যভান্ডারেরও সন্ধান।
বইটির ভাষায় এবং বর্ণনাভঙ্গিতে ছোটগল্পের মেজাজ রক্ষা করার প্রয়াস পেয়েছেন লেখক। রাত ১টা ২৫ মিনিটে ড্রাগন এয়ারে ঢাকা থেকে উড্ডয়নের পরের বর্ণনা দিচ্ছেন লেখক এভাবে: মেঘলা আকাশ, বাইরে তাকিয়ে লাভ নেই। কালো মেঘের আড়ালে ঢাকা পড়েছে নভোমণ্ডলের তারকারাজির দৃষ্টি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জাপান যাত্রী’র পাতায় চোখ বুলাতে লাগলাম। বইটির প্রচ্ছদ এঁকেছেন সুমন। ৮৪ পৃষ্ঠার বইটির মূল্য ৮০ টাকা।
ভূমিকা: জিয়াউদ্দিন খোকা